| |
               

মূল পাতা আন্তর্জাতিক শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার


শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার


আন্তর্জাতিক ডেস্ক     06 April, 2022     11:53 AM    


শ্রীলঙ্কায় গণবিক্ষোভের মুখে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। মঙ্গলবার (০৫ এপ্রিল) গভীর রাতে একটি বিবৃত জারি করে প্রেসিডেন্ট জানান যে তিনি জরুরি অবস্থার নির্দেশ প্রত্যাহার করে নিচ্ছেন। এর ফলে নিরাপত্তা বাহিনী দেশে যেকোনো রকমের সহিংসতা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে বলেও ওই বিবৃতিতে জানান তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া অস্থিতিশীলতা মোকাবিলায় এপ্রিলের এক তারিখ জরুরি অবস্থা জারি করে শ্রীলঙ্কা সরকার। এ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি অবস্থার অধ্যাদেশটি ৬ এপ্রিল ভোররাত থেকে প্রত্যাহার হচ্ছে।

অর্থনৈতিক এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে দিনের বেশিরভাগ সময়। বন্ধ জরুরি স্বাস্থ্যসেবাও। যার ধারাবাহিকতায় দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। জোরালো দাবি উঠেছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের। একদিন আগেই রাজাপাকসের জোট সরকার ছাড়েন ৪০ জনের বেশি আইনপ্রণেতা।