| |
               

মূল পাতা রাজনীতি ‘মেয়ের জন্য চিপস কিনতে বের হয়ে’ হামলার শিকার আওয়ামী লীগ নেতা


‘মেয়ের জন্য চিপস কিনতে বের হয়ে’ হামলার শিকার আওয়ামী লীগ নেতা


রহমত ডেস্ক     02 April, 2022     01:36 PM    


নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক আওয়ামী লীগে নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (০১ এপ্রিল) রাত সাড়ে ৯টায় শহরের হাফরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার আওয়ামী লীগে নেতার নাম তহিদুর রহমান লিটনের (৪৫)। তিনি নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

আহত লিটনকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আওয়ামী লীগ নেতা লিটনের স্ত্রী নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিরিন আখতার জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে মেয়ের জন্য চিপস কিনতে তিনি বাসা থেকে বের হয়ে শহরের হাফরাস্তা মোড়ে যান। এ সময় একই দলের ১০ থেকে ১২ জনের একটি দল পূর্বপরিকল্পিত ও অতর্কিতভাবে তার স্বামী লিটনের উপর চড়াও হয়। সন্ত্রাসীরা তাকে লোহার রড-লাঠি মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে তাকে রামেক হাসপাতালে পাঠায়।

আহত আওয়ামী লীগ নেতা তহিদুর রহমান লিটন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী বলে পরিচিত।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ জানান, খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত করে আমরা ব্যবস্থা নেব।