রহমত ডেস্ক 02 April, 2022 01:36 PM
নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক আওয়ামী লীগে নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (০১ এপ্রিল) রাত সাড়ে ৯টায় শহরের হাফরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার আওয়ামী লীগে নেতার নাম তহিদুর রহমান লিটনের (৪৫)। তিনি নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
আহত লিটনকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আওয়ামী লীগ নেতা লিটনের স্ত্রী নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিরিন আখতার জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে মেয়ের জন্য চিপস কিনতে তিনি বাসা থেকে বের হয়ে শহরের হাফরাস্তা মোড়ে যান। এ সময় একই দলের ১০ থেকে ১২ জনের একটি দল পূর্বপরিকল্পিত ও অতর্কিতভাবে তার স্বামী লিটনের উপর চড়াও হয়। সন্ত্রাসীরা তাকে লোহার রড-লাঠি মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে তাকে রামেক হাসপাতালে পাঠায়।
আহত আওয়ামী লীগ নেতা তহিদুর রহমান লিটন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী বলে পরিচিত।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত করে আমরা ব্যবস্থা নেব।