মূল পাতা স্বাস্থ্য করোনাভাইরাস করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৬৯
রহমত ডেস্ক 29 March, 2022 08:03 PM
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের মধ্যে ৩৮ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। তাদের মধ্যে ২৩ জনই ঢাকা জেলার। দেশের ৪৩ জেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। ষাটোর্ধ্ব যে পুরুষের মৃত্যু হয়েছে, তিনি ঢাকা জেলার বাসিন্দা ছিলেন।
নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫১ হাজার ৪৩২ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।