| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন মারকাযুদ দাওয়াহতে মাসিক ইসলাহী জোড় অনুষ্ঠিত


মারকাযুদ দাওয়াহতে মাসিক ইসলাহী জোড় অনুষ্ঠিত


মুহাম্মদ ইয়ামিন     29 March, 2022     08:41 PM    


ঢাকা জেলা অন্তর্গত কেরানীগঞ্জের হযরতপুরে অবস্থিত মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ায় মাসিক জোড় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) জোড়টি বাদ মাগরিব থেকে শুরু হয়ে চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এতে আলোচনা করেন মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক।

আলোচনায় তিনি রমজানকে সামনে রেখে বলেন, আল্লাহ তায়ালা রমজানকে ঢাল স্বরুপ দিয়েছেন, আর এ ঢাল দিয়ে আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করবো যদি আমরা গুনাহের কাজ থেকে বিরত থাকি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিগ্যেস করা হলো — এ ঢাল ছিদ্র হয় কিভাবে, রাসুল বলেন, গীবত করলে, চোগলখোরী করলে, মিথ্যা বললে।

তিনি আরো বলেন, রোজা রাখলো কিন্তু গুনাহের কাজ ছাড়লো না, চোখের হেফাজত করলো না, মুখের হেফাজত করলো না, কানের হেফাজত করলো না, জবানের হেফাজত করলো না সে যেন আইনের রোজা রাখলো কিন্তু রোজার পূর্ণ হক আদায় করে রোজা রাখলো না।

তিনি বলেন, খাওয়া আর পান ছাড়লেই হবে না, রোজার মধ্যে সব গুনাহের কাজ ছাড়তে হবে তাহলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ।এছাড়াও রমজানে মাসে বেশী বেশী ঝিকির ইস্তিগফার দুরুদ শরীফ পড়ার পরামর্শ দেন তিনি।