| |
               

মূল পাতা রাজনীতি খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা: মির্জা ফখরুল


মির্জা ফখরুল

খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা: মির্জা ফখরুল


রহমত ডেস্ক     25 March, 2022     09:34 PM    


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  ‘আমি সবসময় বলার চেষ্টা করেছি, দেশে প্রথম নারী মুক্তিযোদ্ধা কেউ যদি থাকেন, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে আজকে মিথ্যা মামলায় বন্দি করে রাখা হয়েছে। ৪০ বছর ধরে যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেন, আজকে তাকে এ সরকার আটকে রেখেছে। চিকিৎসার সুযোগটুকু দেওয়া হচ্ছে না।’

শুক্রবার (২৫ মার্চ) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। বিএনপির ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি’র পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দলের নেতা তারেক রহমানও ওইসময় তার ছোট ভাইসহ খালেদা জিয়ার সঙ্গে বন্দি ছিলেন। সুতরাং মুক্তিযুদ্ধে ওই ছোট ছেলেটির অবদানও অস্বীকার করার উপায় নেই। অথচ এ নেতাকে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না।’

ফখরুল বলেন, ‘যে নেত্রী একজন গৃহবধূ ছিলেন। জিয়াউর রহমানের বিদ্রোহ ঘোষণার পরে সেদিন যখন সোয়াত জাহাজের দিকে এগোচ্ছিলেন, তখন পাকিস্তানি কমান্ডার আমাদের অষ্টম বেঙ্গল রেজিমেন্টের কমান্ডার সোহরাব হোসেন সেনাবাহিনীর সৈনিকদের নিরস্ত্র করার চেষ্টা করছিলেন। সেই সময়ে খালেদা জিয়া প্রথম বলেছিলেন, যতক্ষণ জিয়াউর রহমান ফিরে না আসেন, ততক্ষণ তোমরা অস্ত্র সমর্পণ করবে না। এটা দিয়ে ওনার শুরু।’