রহমত ডেস্ক 25 March, 2022 10:50 AM
দুই বছর পর আজ শুক্রবার (২৫ মার্চ) আবারো চালু হচ্ছে ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ট্যুরিস্ট বা পর্যটন ভিসা।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান এ তথ্য জানিয়েছেন। আগে বাংলাদেশের ভিসার জন্য কোনো ভিসা ফি লাগত না। তবে এখন ভিসা বিনামূল্যে দেওয়া হলেও দিতে হবে প্রসেসিং ফি বাবদ ৮২৫ রুপি।
এই অর্থ নগদে বা অনলাইনে দেওয়া যাবে। বাংলাদেশের এই ভিসা নিয়ে ভারতীয়রা সড়ক, বিমান এবং ট্রেনে করে যেতে পারবেন বাংলাদেশে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের ওড়িশা, বিহার, ঝাড়খন্ড, ছত্তিশগড় এবং সিকিমে বসবাসকারী ভারতীয়রা কলকাতা উপহাইকমিশন থেকে বাংলাদেশের ভিসা নিতে পারবেন।