রহমত ডেস্ক 25 March, 2022 11:02 AM
হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ খুচরা বাজারে ১৪ থেকে ১৫ টাকা, অন্যদিকে দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০-৩২ টাকা কেজি দরে। দাম কম হওয়া অনেকটাই স্বস্তি ফিরেছে ভোক্তাদের মাঝে।
আমদানিকারকরা জানান, গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) হিলি স্থলবন্দর দিয়ে প্রচুর পরিমান ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। আড়তগুলোতে প্রচুর পরিমান পেঁয়াজ রয়েছে। দাম আরও কমতে পারে, তবে ক্রেতা অনেক কম। আসছে রমজান মাসে পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই।
হিলি স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার ৪৬ ট্রাকে ১ হাজার ৩৭৪ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।