রহমত ডেস্ক 22 March, 2022 06:36 PM
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিটি-বিইআরসি কর্তৃক জ্বালানী গ্যাসের দাম ৩৩ ভাগ বাড়ানোর সুপারিশের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সকল তৎপরতা বন্ধের দাবী জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
আজ (২২ মার্চ) মঙ্গলবার দলের সহ- প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত গণমাধ্যমে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এ দাবি জানান।
নেতৃদ্বয় বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে মানুষ যখন দিশেহারা। সীমিত আয়ের মানুষ দৈনন্দিন চাহিদা মেটাতে যখন হিমশিম খাচ্ছে। এ সময়ে আবারো জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধির তৎপরতা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। গতকাল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিটি-বিইআরসি কর্তৃক গ্যাসের দাম ৩৩ ভাগ বাড়ানোর সুপারিশ করা হয়েছে যা জনস্বার্থের বিরোধী। বর্তমান পরিস্থিতিতে গ্যাসের দাম কোনভাবেই বাড়ানো ঠিক হবেনা। বরং গ্যাস, চাল, ডাল, তেলসহ সকল দ্রব্যমূল্য কমানো হচ্ছে সময়ের দাবী। অবিলম্বে নতুন করে জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধির সকল তৎপরতা বন্ধের দাবী জানান তারা।