| |
               

মূল পাতা জাতীয় মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী কমমূল্যে নিত্যপণ্য দিচ্ছেন : কৃষিমন্ত্রী


মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী কমমূল্যে নিত্যপণ্য দিচ্ছেন : কৃষিমন্ত্রী


রহমত ডেস্ক     20 March, 2022     02:58 PM    


কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের কষ্ট লাঘব করার জন্য ভর্তুকিতে কমমূল্যে দেশের ১ কোটি পরিবারকে নিত্যপণ্য দেওয়ার ব্যবস্থা করেছেন।

রোববার (২০ মার্চ) সকালে টাঙ্গাইলের মধুপুরে মালাউড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিসিবি’র ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ও মানুষের কষ্ট লাঘব করতে সরকার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের কষ্ট লাঘব করার জন্য ভর্তুকিতে কমমূল্যে দেশের এক কোটি পরিবারকে নিত্যপণ্য দেওয়ার ব্যবস্থা করেছেন।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মানুষকে ভালোবাসেন ও সবসময় মানুষের মাঝে থাকতে চান, সেজন্যই তিনি কমমূল্যে নিত্যপণ্যের ব্যবস্থা করেছেন। এতে দরিদ্ররা উপকৃত হবেন এবং তাদের কষ্ট অনেকটা লাঘব হবে।