| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন কাল থেকে দাওরায়ে হাদীসের পরীক্ষা শুরু


কাল থেকে দাওরায়ে হাদীসের পরীক্ষা শুরু


জামিল আহমদ     20 March, 2022     03:18 PM    


আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিতব্য দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষার আগামীকাল (২১ মার্চ) সোমবার থেকে শুরু হবে। ৩১ মার্চ বৃহস্পতিবার পরীক্ষা শেষ হবে।  প্রকাশিত সময়সুচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে এবং ১২.৩০ মিনিটে শেষ হবে। শুক্রবার সকাল ৮টায় পরীক্ষা শুরু হবে এবং বেলা ১১.৩০ মিনিটে শেষ হবে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পরীক্ষা বন্ধ থাকবে। আজ (২০ মার্চ) রবিবার বিকালে অফিস ব্যবস্থাপক মুঃ অছিউর রহমান রহমত টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে মাদরাসাসমূহকে পরীক্ষা গ্রহণের সুবিধার্থে সারাদেশকে ৩৩টি জোনে বিভক্ত করা হয়েছে। মোট ২৩১ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর ছাত্র কেন্দ্র সংখ্যা ৯৩ টি। ছাত্রী কেন্দ্র সংখ্যা ১৩৮। প্রত্যেক কেন্দ্রে গড়ে ৪/৫ জন করে নেগরান থাকবেন। বড় কেন্দ্রগুলোতে ৩০ জন করে নেগরান থাকবেন।

এবারের পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৪৯২৯। ছাত্র সংখ্যা ১৫০৩৬, ছাত্রী ৯৮৯৩। বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশর পরীক্ষার্থী সংখ্যা ২০৮৮৬। আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ১৩২০। তানযীমুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ৯৭০। ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ৭৬০। বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার পরীক্ষার্থী সংখ্যা ৫৫৮। বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ৪৩৫।