রহমত ডেস্ক 14 March, 2022 07:43 AM
ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৩৩ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার রাতে (১২ মার্চ) পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জের মালেকান ঘুমটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
রোববার (১৩ মার্চ) আটক ব্যক্তিদের ১৪ দিন জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন সেখানকার আদালতের বিচারক।
বিএসএফ সূত্র জানায়, গতকাল মাঝরাতে ঘুমটি এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে একদল বাংলাদেশি। সীমান্তবর্তী কালিন্দী নদী পার হয়ে দেশটিতে প্রবেশ পথে তাদের আটক করা হয়। পরে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশের বরাত দিয়ে কলকাতার একটি পত্রিকা জানায়, একসঙ্গে কেন এতজন গভীর রাতে এক দেশের সীমান্ত পেরিয়ে অন্য দেশে ঢোকার চেষ্টা করছিলেন তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কাজের খোঁজে দালালের হাত ধরে সীমান্ত পেরোনোর চেষ্টা করেন তারা। আটক ব্যক্তিদের মধ্যে অধিকাংশেরই বাড়ি সাতক্ষীরা ও খুলনা জেলায়।