| |
               

মূল পাতা প্রবাস দেশ গঠনে প্রবাসীদের বিশাল ভূমিকা আছে : প্রাণিসম্পদ মন্ত্রী


দেশ গঠনে প্রবাসীদের বিশাল ভূমিকা আছে : প্রাণিসম্পদ মন্ত্রী


প্রবাস ডেস্ক     13 March, 2022     05:48 PM    


যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্দেশ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশ গঠনে প্রবাসীদের বিশাল ভুমিকা আছে। তাঁদের পাঠানো রেমিটেন্সের টাকা পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী নদীর নিচে টানেলসহ দেশের অন্যান্য উন্নয়নে ব্যবহৃত হচ্ছে। প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য যারা অপপ্রচারে লিপ্ত তাদের উপযুক্ত জবাব দিতে প্রবাসী বাঙালিদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দেশের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে এ সব উন্নয়নের তথ্য প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীর কাছে তুলে ধরারও আহ্বান জানান তিনি।

শনিবার (১২ মার্চ) যুক্তরাষ্ট্রের বোস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব আহ্বান জানান।অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীর মুরাদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম, অ্যাসোসিয়েশনের সভাপতি পারভীন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

শ ম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিশ্বের কাছে বিস্ময়কর হলেও একশ্রেণীর মানুষ নেতিবাচক, মিথ্যাচারপূর্ণ ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারা কার্যত দুর্নীতির দায়ে কারাদন্ডপ্রাপ্ত তারেক রহমান, খালেদা জিয়া এবং দেশে ও দেশের বাইরে পালিয়ে বেড়ানো যুদ্ধাপরাধীদের পক্ষের লোক। এ জাতীয় অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রবাসের বাঙালি কমিউনিটিসহ সবাইকে এক যোগে কাজ করতে হবে।