রহমত ডেস্ক 11 March, 2022 04:57 PM
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি বর্তমানে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। তাই বিএনপিরই আগে চিকিৎসা করানো দরকার।
শুক্রবার (১১ মার্চ) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলায় কিডনী, লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে বিনামূল্যে চেক বিতরণকালে এসব কথা বলেন।
নৌ প্রতিমন্ত্রী বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল প্রথমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে আনার জন্য চেচামেচি শুরু করে। কিন্তু যখন সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্ন আমদানি পণ্যের ভ্যাট কমিয়ে দিয়েছে, তখন মির্জা ফখরুল বলছে, শুধু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমালেই চলবে না, তাদের কথা বলার অধিকার দিতে হবে। অথচ তারাই বেশি কথা বলছে।
খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, বর্তমানে সারের ব্যবস্থাপনা নিয়ে চক্রান্ত চলছে। পর্যাপ্ত সার মজুদ রয়েছে এবং প্রতিটি ইউনিয়নে সারের ডিলারও রয়েছে। এরপরও যদি কৃষকরা সঠিকভাবে সার না পায়, তাহলে সার ব্যবস্থাপনার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।