| |
               

মূল পাতা সারাদেশ পার্ক থেকে জামায়াত-শিবিরের ৫৭ নেতা-কর্মী গ্রেপ্তার


পার্ক থেকে জামায়াত-শিবিরের ৫৭ নেতা-কর্মী গ্রেপ্তার


রহমত ডেস্ক     07 March, 2022     01:40 PM    


চাঁপাইনবাবগঞ্জের নাচোলের একটি পার্কে বৈঠক করার সময় জামায়াত-শিবিরের ৫৭জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে, লিফলেট, জিহাদী বই, গেঞ্জি ও ডাইরি উদ্ধার করা হয়।  

রোববার (০৬ মার্চ) সন্ধ্যার দিকে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের দোগাছী এলাকার স্বপ্নপল্লী পার্কে বৈঠক করার সময় ২০২ জনকে আটক করে নাচোল থানা পুলিশ। পরে অপ্রাপ্ত হওয়ায় এবং যাঁচাই-বাছাই করে ১৪৫ জনকে ছেড়ে দেয়া হয় এবং ৫৭জনকে গ্রেপ্তার দেখিয়ে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে।
  
নাচোল থানার ওসি মিন্টু রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বপ্নপল্লী পার্কে পুলিশ অভিযান চালিয়ে ২০২জনকে আটক করে। পরে যাঁচাই-বাছাই করে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ১৪৫ জনকে ছেড়ে দেয়া হয় এবং ৫৭জনকে গ্রেপ্তার দেখিয়ে রাতেই মামলা দায়ের করা হয়েছে । আজ সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।  


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নাচোল