রহমত ডেস্ক 04 March, 2022 09:30 PM
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা দিঘীরপাড় এলাকায় পোশাক কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব চান্দরা দিঘীরপাড় এলাকায় ডিভাইন ফেব্রিক্স লিমিটেড পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের একটি, টাঙ্গাইলের মির্জাপুর ফায়ার সার্ভিসের দুটি ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুটিসহ মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে কারখানার ফেব্রিক্স, মেশিনপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।