| |
               

মূল পাতা জাতীয় দ্রব্যমূল্য সবসময় বেড়েছে, কখনও কমেনি: তথ্যমন্ত্রী


দ্রব্যমূল্য সবসময় বেড়েছে, কখনও কমেনি: তথ্যমন্ত্রী


রহমত ডেস্ক     03 March, 2022     06:59 PM    


দ্রব্যমূল্য সবসময় বেড়েছে, কখনও কমেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘পৃথিবীতে দ্রব্যমূল্য সবসময়ই বেড়েছে, কখনও কমেনি। যখন বাংলায় দুর্ভিক্ষ হয় তখন এক আনা অর্থাৎ ১৬ পয়সায় কয়েক কেজি চাল পাওয়া যেত। দেখতে হবে যে, দ্রব্যমূল্যের সঙ্গে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে কিনা।’

বৃহস্পতিবার (০৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে চাঁদের হাট আয়োজিত রফিকুল হক দাদু ভাই স্মরণে পদক বিতরণ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন

তথ্যমন্ত্রী বলেন, গত ১৩ বছরে মানুষের মাথাপিছু আয় বেড়েছে সাড়ে চার গুণ আর নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে তিন গুণ। মধ্যআয়ের মানুষের ক্রয়ক্ষমতাও তার কাছাকাছি বেড়েছে।

তিনি বলেন, ‘মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। আপনি যদি ভোগ্যপণ্যের দামের কথা চিন্তা করেন তাহলে ভারতে, ইউরোপে, মার্কিন যুক্তরাষ্ট্রে সব ভোগ্যপণ্যের দাম বেড়েছে। বাংলাদেশে সেই তুলনায় অনেক কম বেড়েছে।’