মূল পাতা আন্তর্জাতিক ‘রাশিয়ার ওপর যুক্তরাজ্য সর্বোচ্চ চাপ অব্যাহত রাখবে’
আন্তর্জাতিক ডেস্ক 01 March, 2022 01:17 PM
যুক্তরাজ্য রাশিয়ার ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত রাখবে বলে অঙ্গীকার করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাতে তার কর্মের ফল পান, তা নিশ্চিতে যুক্তরাজ্য ও এর পশ্চিমা জোট কাজ করবে। আমরা যখন বলি সবাই একই সুরে বলি, পুতিনকে পরাজিত হতেই হবে। রাশিয়ার আগ্রাসনে দুটি দেশই তীব্রভাবে আক্রান্ত হবে। যেহেতু মানবিক পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, সেহেতু আমরা মূল্যবোধের বিনিময় করছি যা গুরুত্বপূর্ণ।
বরিস জনসন পোল্যান্ড ও এস্তোনিয়া সফরে যাচ্ছেন। এ সফর সামনে রেখেই তিনি এসব কথা বললেন। সফরে ন্যাটো নেতাদের পাশাপাশি ব্রিটিশ সেনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ইউক্রেনে রাশিয়ান হামলার বিরোধিতা শুরু থেকেই করে আসছেন বরিস। রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপে তিনি তার পশ্চিমা জোটের সুরেই সুর মেলাচ্ছেন।