| |
               

মূল পাতা আন্তর্জাতিক জাতিসংঘের ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার


জাতিসংঘের ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার


আন্তর্জাতিক ডেস্ক     01 March, 2022     01:19 PM    


জাতীয় নিরাপত্তা বিবেচনায় জাতিসংঘের ১২ রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি তাদের দেশ ছাড়তে বলা হয়েছে।রাশিয়ার মিশনের সদস্যদের যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, যাতে তারা কূটনৈতিক কর্মকাণ্ড চালাতে না পারেন। বিবিসি।

যুক্তরাষ্ট্রের সহকারী রাষ্ট্রদূত রিচার্ড মিলস জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে বলেছেন, তারা যুক্তরাষ্ট্রে এমন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, যা কূটনীতিক হিসেবে তাদের দায়িত্ব ও বাধ্যবাধকতার মধ্যে পড়ে না। এ কারণেই তাদের দেশ ছাড়তে বলা হয়েছে। রাশিয়ার জাতিসংঘ দূত ভাসিলি নেবেনজিয়া রয়টার্স প্রতিবেদককে জানান, আগামী ৭ মার্চের মধ্যে তাদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইউক্রেনে রুশ হামলায় চটে আছে যুক্তরাষ্ট্র। পুতিনের রাশিয়াকে একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে প্রতিদ্বন্দ্বী এ দেশটি। পাশাপাশি অন্যান্য দেশকেও আহ্বান জানাচ্ছে পুতিনকে একঘরে করতে। গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা শুরু করে করে রাশিয়া। শুরু থেকেই এ হামলার বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র।