| |
               

মূল পাতা জাতীয় উন্নয়ন কার্যক্রম দেখতে বাংলাদেশে আসতে চান মালাক্কার গভর্নর


উন্নয়ন কার্যক্রম দেখতে বাংলাদেশে আসতে চান মালাক্কার গভর্নর


রহমত ডেস্ক     27 February, 2022     07:37 PM    


উন্নয়ন কার্যক্রম সরেজমিন দেখতে বাংলাদেশ ভ্রমণে আসতে চান মালয়েশিয়ার  ঐতিহ্যবাহী মালাক্কা রাজ্যের গভর্নর তুন সেরী সিতিয়া হাজী মুহাম্মদ আলী বিন মুহাম্মদ রুস্তাম।

স্থানীয় সময় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার মালাক্কা রাজ্যের গভর্নর প্যালেসে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আগ্রহের কথা ব্যক্ত করেন।

হাইকমিশনার মো. গোলাম সারোয়ার মালাক্কা রাজ্যের গভর্নরকে বাংলাদেশের সাম্প্রতিককালের আর্থসামাজিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত। কোভিড-১৯ মহামারির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতায় বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে।

হাইকমিশনার আরও বলেন যে, জনশক্তি রপ্তানিতে মালয়েশিয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। হাইকমিশনার মালাক্বার গভর্নরকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। গভর্নর এ সময় কর্মী নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেন।