| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইসরাইলের ধ্বংস সময়ের ব্যাপার: হিজবুল্লাহ


ইসরাইলের ধ্বংস সময়ের ব্যাপার: হিজবুল্লাহ


আন্তর্জাতিক ডেস্ক     23 February, 2022     10:25 AM    


লেবাননের হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল একটি অস্থায়ী ও অবৈধ রাষ্ট্র এবং এটির ধ্বংস সময়ের ব্যাপার মাত্র। 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) লেবাননের আল-মানার টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। নাসরুল্লাহ বলেন, “ইহুদিবাদী ইসরাইল হচ্ছে একটি মরণোন্মুখ সরকার।”

হিজবুল্লাহর নেতা বলেন, তিনি সাইবার জগতে একটি ক্যাম্পেইন চালানোর নির্দেশ দিয়েছেন যেখানে ইহুদিবাদী ইসরাইলকে একটি ‘অস্থায়ী সরকার’ বলে উল্লেখ করা হবে।তিনি হিজবুল্লাহকে ‘যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত’ ঘোষণা করে বলেন, “ইসরাইল যদি লেবাননের বিরুদ্ধে একটি যুদ্ধ চাপিয়ে দেয় তখন তাদেরকে আমাদের শক্তি দেখিয়ে দেব।”

 নাসরুল্লাহ তার সাক্ষাৎকারে আরো বলেন, আপনি যখন নীরব থাকেন এবং অস্ত্র সমর্পন করেন তখন আপনি প্রকারান্তরে শত্রুকে একথা বলেন যে, ‘আমি দুর্ভাগা ও দুর্বল হয়ে পড়েছি।’ প্রতিরোধ ফ্রন্ট সকল ক্ষেত্রে অতীতের চেয়ে শক্তিশালী হয়েছে বলে জানান হিজবুল্লাহ নেতা। তিনি বলেন, সামরিক দিক দিয়ে হিজবুল্লাহ এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।

-পার্সটুডে