| |
               

মূল পাতা রাজনীতি পঞ্চগড়ে কাদিয়ানীদের সম্মেলন বন্ধ করতে হবে : চরমোনাই পীর 


পঞ্চগড়ে কাদিয়ানীদের সম্মেলন বন্ধ করতে হবে : চরমোনাই পীর 


রহমত ডেস্ক     23 February, 2022     08:39 PM    


পঞ্চগড়ে কাদিয়ানীদের অনুষ্ঠিতব্য আগামী ২৫, ২৭ ও ২৭ তারিখের সম্মেলন বন্ধ করার দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর  মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, কাদিয়ানী এমন একটি সম্প্রদায় যারা আমাদের প্রাণপ্রিয় সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সা.কে মানে না। তারা মুলত মুসলমান নয়।

আজ (২৩ ফেব্রুয়ারি) বুধবার দলের সহ প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, মুসলমানদের নাম ব্যবহার এবং ইসলামী পরিভাষা যেমন নামাজ, রোজ, হজ্ব, মসজিদ ইত্যাদি ব্যবহার করে সরলমনা মুসলমানদেরকে ধোকা দিয়ে ধর্মান্তরিত করছে। এজন্য বিশ্বের অনেক দেশ কাদিয়ানী তথা আহমদিয়া জামাতকে অমুসলিম কাফের ঘোষণা করা হয়ছে। সৌদী, পাকিস্তান, ইরান, ইরাক, মিশর, কাতার, কুয়েত, দুবাইসহ বিশ্বের প্রায় মুসলিম রাষ্ট্র কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করেছে।

চরমোনাই পীর আরো বলেন, বাংলাদেশেও কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মত তারাও একটি সম্প্রদায় হিসেবে বসবাস করলে সরলমনা মুসলমান ধোকায় পরবে না। এজন্য পঞ্চগড়ে অনুষ্ঠিতব্য কাদিয়ানীর সম্মেলন বন্ধ করতে হবে এবং বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করতে হবে।