| |
               

মূল পাতা আন্তর্জাতিক স্বর্ণখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬০


স্বর্ণখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬০


আন্তর্জাতিক ডেস্ক     22 February, 2022     07:24 PM    


পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি সোনার খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে সোমবার (২১ ফেব্রুয়ারি) এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পনি প্রদেশের একটি স্বর্ণখনির বিশাল এলাকাজুড়ে হয় এই বিস্ফোরণ। এতে উপড়ে পড়ে আশপাশের গাছপালা। বেশ কিছু বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণস্থলে ধ্বংসযজ্ঞ টিনের ঘর, কাটা গাছ, প্লাস্টিকের চাদরে ঢাকা মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।  

ওই স্থানে ঠিক কী ধরনের সোনার খনন চলছিল তা স্পষ্ট নয়। তবে খনিটি থেকে স্বর্ণ উত্তোলনের অনুমোদন ছিল না বলে জানা যাচ্ছে।  

স্থানীয়রা জানিয়েছে, বহু শিশু শ্রমিকও কাজ করে খনিটিতে। বুরকিনা ফাসোয় কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এধরনের অনুমোদনহীন খনিতে কাজ করে অবৈধ কারবারীরা।