রহমত ডেস্ক 22 February, 2022 12:39 PM
টিকা না নিলে কোনো দোকান কর্মচারীদেরর চাকরি থাকবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, টিকা না নিলে কোনো দোকান কর্মচারীদেরর চাকরি থাকবে না। আর টিকা ছাড়া যদি মালিক কর্মচারীদের দোকানে রাখে সেই মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে টিকার আওতায় আনতে পারলে আর লকডাউন দেয়া হবে না বলেও জানান ডিএমপি কমিশনার।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পলওয়েল মার্কেটে টিকা গ্রহণে জনসচেতনতা বাড়াতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, টিকা না নেওয়ার পরও যদি মালিক তাদের দোকানে রাখে সে মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। নিজ দায়িত্বে টিকা নিতে হবে। নিজে বাঁচতে হবে, অন্যকে বাঁচাতে হবে। আপনি সুরক্ষিত না হলে আপনার পরিবার ঝুঁকিতে পড়বে। এগুলো চিন্তা করেই টিকা নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে কমিশনার বলেন, বিশ্বের সম্পদশালী দেশেও টাকা দিয়ে টিকা নিতে হচ্ছে। এখানে বাংলাদেশের মানুষকে ফ্রিতে টিকা দেওয়া হচ্ছে। কেউ টিকা না নিয়ে বাকিদের ঝুঁকিতে না ফেলার আহ্বান জানান তিনি।