| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইউক্রেনে সেনা পাঠানোর পরিকল্পনা নেই : রাশিয়া


ইউক্রেনে সেনা পাঠানোর পরিকল্পনা নেই : রাশিয়া


রহমত ডেস্ক     22 February, 2022     11:13 PM    


পূর্ব ইউক্রেনে এখনই সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই রাশিয়ার। তবে ‘হুমকি’ দেখা দিলে সেটি করা হতে পারে। মস্কোর পার্লামেন্টে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোর সঙ্গে সহযোগিতা চুক্তি অনুমোদন হওয়ার পর এ কথা জানান তিনি।  রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেঙ্কো বলেছেন, চুক্তিতে সামরিক সহায়তার কথা বলা হয়েছে। তবে তার মানে সেনা মোতায়েন করা হবে, এমন ধারণা এড়িয়ে যাওয়া উচিত। এই মুহূর্তে কেউ কোথাও কিছু পাঠানোর পরিকল্পনা করছে না। যদি হুমকি আসে, তাখন আমরা চুক্তি অনুযায়ী সহায়তা দেবো।

সোমবার রাতে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘নতুন রাষ্ট্রদ্বয়ের’ নিরাপত্তায় সেনা মোতায়েনেরও ঘোষণা দিয়েছেন। এতে ইউক্রেনের সংঘাতে রুশ সেনারা সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।অঞ্চল দুটিতে কবে নাগাদ সেনা পাঠানো হবে তা নিয়ে মস্কো নিশ্চিত করে কিছু না বলে শুধু জানিয়েছে, ‘এই আদেশ চুক্তির পরপরই কার্যকর হয়েছে’।

ইউক্রেন সীমান্তে সম্প্রতি লক্ষাধিক সেনা পাঠিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, ইউক্রেন আক্রমণ নয়, বরং প্রশিক্ষণ মহড়ার জন্যই তাদের ওই এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে রাশিয়ার এ দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে পশ্চিমারা। তাদের দাবি, রাশিয়া যেকোনো দিন ইউক্রেনে সামরিক অভিযান চালাতে পারে।