| |
               

মূল পাতা আন্তর্জাতিক হিজবুল্লাহ ড্রোন উৎপাদন শুরু করেছে : হাসান নসরুল্লাহ


হিজবুল্লাহ ড্রোন উৎপাদন শুরু করেছে : হাসান নসরুল্লাহ


রহমত ডেস্ক     17 February, 2022     04:03 PM    


লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহ বলেছেন, হিজবুল্লাহ ড্রোন উৎপাদন শুরু করেছে। নির্ভুল ক্ষেপণাস্ত্র তৈরি করার সক্ষমতা অর্জন করেছে। আমরা দীর্ঘদিন ধরে লেনাননে ড্রোন উৎপাদন করছি। কেউ কিনতে চাইলে ক্রয়াদেশ দিতে পারে। রকেটকে আমরা ক্ষেপণাস্ত্রে রূপান্তর করতে পারি। ইরানের বিশেষজ্ঞরা এতে আমাদের সহায়তা করছে। ইসরাইল ড্রোন প্রযুক্তি জোরদার করায় তারাও ক্ষেপণাস্ত্র উৎপাদনে সচেষ্ট হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) খবর আল অ্যারারিয়ার এ খবর জানান।

অবৈধ দখলাদার ইয়াহুদীবাদ ইসরাইল দীর্ঘদিন ধরে হিজবুল্লাহকে শত্রু মনে করে আসছে। লেবানন ও অবৈধ দখলাদার ইয়াহুদীবাদ ইসরাইল এখনও যুদ্ধাবস্থার মধ্যে আছে। সীমান্ত ও সমুদ্রসীমা নিয়ে তাদের উত্তেজনা এখনও চলছে। সিরিয়ায় ইরান ও হিজবুল্লাহর সেনা মোতায়েন লক্ষ্য করে অবৈধ দখলাদার ইয়াহুদীবাদ ইসরাইল সম্প্রতি কয়েকশ বিমান হামলা চালিয়েছে। ইসরাইলের সেনা কর্মকর্তাদের মূল্যায়ন হচ্ছে, হিজবুল্লাহর সামরিক সক্ষমতা তাদের জন্য অন্যতম হুমকি।