| |
               

মূল পাতা সারাদেশ শিয়ালের মাংস বিক্রির দায়ে জরিমানা


শিয়ালের মাংস বিক্রির দায়ে জরিমানা


আরিফ সবুজ, নোয়াখালী প্রতিনিধি     17 February, 2022     05:31 PM    


নোয়াখালীর সুবর্ণচরে অবৈধভাবে শিয়ালের মাংস বিক্রির দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷ বৃহস্পতিবার ( ১৭ ফেব্রুয়ারী) বেলা ১২টার সময় বন বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ভূঁইয়ারহাট বাজার থেকে শিয়ালের মাংস বিক্রির সময় আব্দুল মালেক নামে এক ব্যক্তিকে মাংসসহ আটক করা হয়। 

এসময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বন্যপ্রাণী আইন-২০১২ এর ৩৪ (খ) ধারা মোতাবেক ৩০০০ (তিন হাজার) টাকা অর্থ দণ্ড ও অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়৷ এতে বন বিভাগের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)  আরিফুর রহমান৷ জব্দকৃত শিয়ালের মাংস উপজেলা পরিষদ চত্বরে মাটিতে পুঁতে ফেলা হয়।

উপজেলা বন কর্মকর্তা, সুবর্ণচর  জনাব মোঃ মোশাররফ হোসেন জানান যে, শিয়ালসহ অন্যান্য বন্যপ্রাণী প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ যা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম নোয়াখালী সেনবাগ