| |
               

মূল পাতা রাজনীতি দুধ দিয়ে ইউপি কার্যালয় ধুয়ে দায়িত্ব নিলেন নবনির্বাচিত চেয়ারম্যান


দুধ দিয়ে ইউপি কার্যালয় ধুয়ে দায়িত্ব নিলেন নবনির্বাচিত চেয়ারম্যান


রহমত ডেস্ক     13 February, 2022     10:54 AM    


পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় দুধ ও গোলাপজল দিয়ে ধুয়ে পরিষ্কার করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান মহসিন উদ্দিন পিপুল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভের পর গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) তিনি শপথ গ্রহণ করেন।

পরে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ইউপি কার্যালয় দুধ দিয়ে ধুয়ে গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) দায়িত্বভার গ্রহণ করেন মহসিন উদ্দিন পিপুল। নবনির্বাচিত চেয়ারম্যানের দুধ দিয়ে ধুয়ে ইউপি কার্যালয়ে বসার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে চেয়ারম্যান মহসিন আলী পিপলু বলনে, আমি লোকজনকে বলেছি পরিস্কার করতে তারা দুধ দিয়ে পরিষ্কার করেছে।

এর আগে গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের প্রার্থী শওকত ওসমানকে পরাজিত করে বিজয়ী হোন বিএনপি সমর্থিত প্রার্থী মহসিন উদ্দিন পিপুল। তিনি কৈটুলা ইউনিয়ন যুবদলের সভাপতি এবং দুইবারের সাবেক চেয়ারম্যান। ২০১৬ সালের ইউপি নির্বাচনে পিপুলকে হারিয়ে চেয়ারম্যান হয়েছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত ওসমান।