মূল পাতা আন্তর্জাতিক মিয়ানমারে মুক্তি পেলেন কমপক্ষে ৮৬০ কয়েদি
আন্তর্জাতিক ডেস্ক 13 February, 2022 10:19 AM
মিয়ানমারের বিভিন্ন কারাগার থেকে কমপক্ষে ৮৬০ কয়েদি মুক্তি পেয়েছেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) ৭৫তম ইউনিয়ন ডে উপলক্ষে তাদের সাধারণ ক্ষমা করেন জান্তা প্রধান মিন অং লাইং। খবর ইউরো নিউজের।
এদিন ইয়াঙ্গুনের কারা ফটকগুলোর বাইরে ছিল পরিবার-স্বজনদের ভিড়। এরমাঝেই, কারাগারের নিজস্ব যানবাহনে বেরিয়ে আসেন বন্দিরা।
দেশটিতে রাজবন্দীদের সহায়ক ফোরামের তথ্য অনুসারে, শুক্রবার পর্যন্ত কারাগারগুলোয় বন্দি ছিলেন ৯ হাজারের বেশি মানুষ। নতুনভাবে মুক্তিপ্রাপ্তদের মধ্যে ঠিক কতজন রাজবন্দী সেটি এখনো নিশ্চিত নয়। তবে এর আগে ৮৬০ কয়েদিকে মুক্তি দেয়ার ঘোষণা দেয়া হয়ে ছিলো। সেনা অভ্যুত্থান এবং জান্তা শাসনের বিরোধিতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
১৯৪৭ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পেংলং চুক্তির স্মরণে প্রতি বছর ১২ ফেব্রুয়ারি ইউনিয়ন ডে হিসেবে পালন করে মিয়ানমার। এর আগে, আন্তর্জাতিক চাপে পড়ে গত বছরের ফেব্রুয়ারি থেকে একাধিকবার বন্দিদের মুক্তির প্রতিশ্রুতি দিয়ে আসছে জান্তা সরকার।
উল্লেখ্য, মিয়ানমারে গত বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। ২০২০ সালের নভেম্বরে মিয়ানমারে জাতীয় নির্বাচন হয়। জয় পায় অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। পরে নির্বাচনে কারচুপি হওয়ার অভিযোগ তুলে সামরিক বাহিনী অভ্যুত্থান করে।