রহমত ডেস্ক 08 February, 2022 08:18 PM
স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ (৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ হয়। এর আগে একটি মিছিল নিয়ে টিএসসি থেকে শুরু করে লাইব্রেরি-কলাভবন-মধুর ক্যান্টিন প্রদক্ষিণ করেন তারা।
সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ডা. জয়দীপ ভট্টাচার্যের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক অজিত দাস ও প্রচার-প্রকাশনা সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।
রাশেদ শাহরিয়ার বলেন, সরকার দেশে শপিংমল, বাণিজ্যমেলাসহ সব ধরনের জনসমাগম খোলা রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে। সরকার শিক্ষাপ্রতিষ্ঠানকে একদিকে বন্ধ রেখেছে, অন্যদিকে ‘শিক্ষাক্রম ২০২০’ চালু করেছে। অবিলম্বে আমরা শিক্ষাক্রম ২০২০ বাতিলসহ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।