রহমত ডেস্ক 06 February, 2022 08:48 AM
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের ৬ সদস্য ও ছাত্রদলের ১২জন নেতা-কর্মীসহ মোট ১৮ জন আহত হয়েছেন।
ছাত্রদলের আহত নেতা-কর্মীদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন। তিনি আরো বলেন, নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে নেতা কর্মীদের ওপর লাঠিপেটা করেছে। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতা কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
অন্যদিকে, পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া জানান, হামলার ঘটনায় পল্টন থানার এসআই রেজাউল ইসলামের মাথা ফেটে যায়। এছাড়া সহকারী কমিশনার আবুল হাসানসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হন। এই অবস্থায় পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ছুড়ে করে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে অন্তত ১০ জনকে আটক করেছে।