মূল পাতা শিক্ষাঙ্গন কাল রামপুরা জামিয়া কারীমিয়ার মাহফিল
রহমত ডেস্ক 30 January, 2022 12:49 PM
রাজধানী ঢাকায় অবস্থিত জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরা মাদরাসা দুই দিনব্যাপী মাহফিলের আয়োজন করেছে। আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে। বৈশ্বিক মহামারী মরণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে জামিয়ার অডিটরিয়মে মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলের ২য় দিন বিকেল ৩টায় খতমে বুখারি মজলিস অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের সভাপতি এবং চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
১ম দিন বয়ান করবেন : জামিয়া ইবরাহিমিয়া উজানীর মুহতামিম মাওলানা মাহবুবে এলাহী, জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরার সিনিয়র মুহাদ্দিস মুফতি ওয়ালিউল্লাহ, জামিয়া সাঈদিয়া কারিমিয়া ভাটারার নির্বাহী মুহতামিম শেখ ফজলে বারী মাসউদ, জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরার সিনিয়র মুদাররিস মাওলানা কারী নাসিরুদ্দিন।
২য় দিন বয়ান করবেন : চরমোনাই জামিয়া রশিদিয়া আহসানাবাদের প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের মহাসচিব মাওলানা নূরুল হুদা ফয়েজী, জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরার শায়খুল হাদীস মুফতি শফিকুল ইসলাম। এতে সভাপত্বি করবেন জামিয়া কারীমিয়া আরাবিয়ার সভপতি আলহাজ মুহাম্মদ আবু সাঈদ।
মাহফিলে আগতদের স্বাস্থ্যবিধি মেনে আসার জন্য আহ্বান করেছেন জামিয়া কারীমিয়া আরাবিয়ার নির্বাহী মুহতামিম মাওলানা মকবুল হোসাইন।
এদিকে (১ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুর ২টায় জামিয়া কারীমিয়া আরাবিয়ার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন আবনায়ে কারীমিয়ার পূর্ণমিলনী অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি জানিয়েছেন আবনায়ে কারীমিয়ার সহ দফতর সম্পাদক ও পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আরমান হোসাইন। যারা পুনর্মিলনী অনুষ্ঠানে আসবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং যারা নিবন্ধন করেছে, তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করার সিদ্ধান্ত হয় মিটিংয়ে।