মূল পাতা ইসলাম জুমার বয়ান ‘একজন মুসলিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ হালাল উপার্জন করা’
রহমত ডেস্ক 28 January, 2022 03:41 PM
রাজধানী ঢাকা উত্তরা ৩ নং সেক্টর মসজিদ আল-মাগফিরাহ’র খতীব মুফতি ওয়াহিদুল আলম বলেছেন, ঈমানের পর একজন মুসলিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক আমল ও ফরজ হলো হালাল উপার্জন করা। আল্লাহ তায়ালা বলেছেন, হে রাসূলগণ তোমরা পবিত্র বস্তুু হতে আহার করো এবং সৎকর্ম করো, তোমরা যা করো সে বিষয়ে আমি অবহিত (সূরা মুমিনুন আয়াত ৫১)। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন বৈধ উপার্জনের সন্ধান করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ ইবাদত। (মাজমাউজ জাওয়ায়েদ) নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, সর্বোত্তম উপার্জন হল পূণ্যময় শততাময় বাণিজ্য এবং মানুষের নিজ হাতের কর্ম। (মুসনাদে আহমদ)। আজ (২৮ জানুয়ারি) শুক্রবার রাজধানী ঢাকা উত্তরা ৩ নং সেক্টর মসজিদ আল-মাগফিরাহতে জুমআর খুতবার পূর্ব বয়ানে তিনি এসব কথা বলেন।
আল্লাহ তায়ালা বলেন, যখন নামাজ সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে, আর আল্লাহ তায়ালাকে অধিক স্মরণ করবে, যেন তোমরা সফলকাম হও। (সূরা জুমা আয়াত ১০)। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী নবীগণ সিদ্দিকগণ ও শহীদগণের সাথী। (তিরমিজি শরিফ) হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিমসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীগণ শ্রমিক ছিলেন। (বুখারী শরিফ)। পরিশ্রম করে উপার্জনের চেয়ে উত্তম ও পবিত্র উপার্জন আর কিছুই হতে পারে না, যদিও সেটা অল্প হয়। তাই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে সুদ ঘুষসহ সকল প্রকার হারাম উপার্জন পরিহার করা অতিব জরুরি। কারণ অবৈধ পন্থায় উপার্জিত সম্পদের জন্য হাশরের ময়দানে একমাত্র উপার্জনকারীকেই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যদিও হারাম সম্পদ অনেকে ভোগ করে থাকে। আল্লাহ তায়ালা আমাদেরকে নবীগণ ও সাহাবীগণের মত হালাল কামাই করার তৌফিক দান করুন। আমিন।