| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত গ্রেপ্তারের পর পুলিশ এক নারীর সঙ্গে আমার ছবি তুলেছিল: আদালতে মাওলানা রফিক মাদানী


গ্রেপ্তারের পর পুলিশ এক নারীর সঙ্গে আমার ছবি তুলেছিল: আদালতে মাওলানা রফিক মাদানী


রহমত ডেস্ক     26 January, 2022     08:28 AM    


রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক মন্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বুধবার (২৬ জানুয়ারি) ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আশ সামস জগলুল হোসেন অভিযোগপত্র পড়ে শোনান। তবে মাওলানা রফিকুল ইসলাম মাদানী আদালতে দোষ স্বীকার করেননি এবং ন্যায়বিচার দাবি করেছেন।

ট্রাইব্যুনাল মামলার বিচার শুরুর জন্য আগামী ২২ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজকের শুনানিতে মাওলানা রফিকুল ইসলাম মাদানী আদালতে দাবি করেছেন যে তাকে গ্রেপ্তারের পর পুলিশ থানায় এক নারীর সঙ্গে বেশ কয়েকটি ছবি তুলেছিল। তাছাড়া, তার বক্তৃতার ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং তার নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে বলে উল্লেখ করেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী।

উল্লেখ্য, গত বছরের ৭ এপ্রিল নেত্রকোনার পূর্বধলা এলাকা থেকে র‍্যাব মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

পুলিশ জানায়, তিনি ইউটিউবের মাধ্যমে ঘৃণ্য বার্তা প্রচার করে আসছিলেন। তার বিরুদ্ধে গাজীপুর ও তেজগাঁও থানায় আরও ৩টি মামলা আছে।

- দ্য ডেইলি স্টার