মূল পাতা শিক্ষাঙ্গন ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে ফেনীর শিক্ষার্থীদের মানববন্ধন
রহমত ডেস্ক 25 January, 2022 02:59 PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চালু রাখার দাবিতে ফেনী শহরে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় পোস্টার ফেস্টুনে পরীক্ষা চালু চালুর দাবি তোলেন তারা।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, দেশে কায়দা করে সব চলে, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা। বরাবরই দেখি করোনা মহামারি প্রথম ধাক্কাটা শুধু স্কুল-কলেজের ওপর আসছে। অথচ ব্যাংক, বীমা, অফিস-আদালত, গণপরিবহণ, পর্যটনকেন্দ্র, সিনেমা হল, শপিংমল, হাট-বাজার সবকিছুই খোলা। চলছে বাণিজ্য মেলা, বিপিএলও। সবখানে হাজার হাজার মানুষের ঢল। এসব কিছুতে যেন কোথাও করোনা নেই। করোনা ঢুকে বসে আছে শিক্ষাপ্রতিষ্ঠানে।
তারা বলেন, আমরা চাই শিক্ষাপ্রতিষ্ঠান চালু হোক। আর যদি চালু করা না হয় তাহলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা।