| |
               

মূল পাতা রাজনীতি ‘মাওলানা জাফরুল্লাহ খান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন’


‘মাওলানা জাফরুল্লাহ খান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন’


রহমত ডেস্ক     21 January, 2022     08:23 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক মহাসচিব ও জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচরের সাবেক সিনিয়র মুহাদ্দিস মাওলানা জাফরুল্লাহ খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, কুরআন-হাদিস প্রচার-প্রসারে তাঁর অপরিসীম ত্যাগ ও অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। মাওলানা জাফরুল্লাহ খানের শূন্যস্থান পূরণ হবার নয়।  তিনি একজন যোগ্য শিক্ষক ছিলেন।  তিনি চট্টগ্রাম দামপাড়া মাদরাসার মুহতামিম থাকা অবস্থায় হযরত হাফেজ্জী হুজুর রাহমাতুল্লাহি আলাইহির বাংলাদেশ খেলাফত আন্দোলনে যোগদান করেন এবং পরবর্তীতে দীর্ঘদিন দলের মহাসচিবের দায়িত্ব পালন করেন।  দেশের যেকোনো আন্দোলন সংগ্রামে তিনি সামনে থেকে আপামর তৌহিদী জনতাকে রাহবারী করেছেন। 

 আজ (২১ জানুয়ারি) শুক্রবার বাদ এশা মাওলানা জাফরুল্লাহ খানের স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শোক সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন ও প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, আনসার উদ্দিন হাওলাদার, মাওলানা মাসুদুর রহমান, মাষ্টার শরীফুল ইসলাম ও মাওলানা সফিউল্লাহ প্রমূখ। দোয়া অনুষ্ঠানে মহান আল্লাহ তা‘আলার দরবারে মরহুমের রূহের মাগফেরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করে দোয়া করা হয় এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক মহাসচিব মাওলানা মুহাম্মদ জাফরুল্লাহ খান (৭১) ইন্তেকাল করেছেন।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ (২১ জানুয়ারি) শুক্রবার জুমার পূর্বে চট্টগ্রাম নগরীর আল জামিয়া ইসলামিয়া দামপাড়ায় সূরা কাহাফ তিলাওয়াতকালে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসাপাতাল নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি কিডনির রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মাওলানা জাফরুল্লাহ খান  ঢাকার কেরানীগঞ্জের দিয়ানগরের মাশরাবুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। জানাজার নামাজ আগামীকাল (২২ জানুয়ারি) শনিবার সকাল ১০টায় নেত্রকোনা পৌরসভার মালনিতে অনুষ্ঠিত হবে।  জানাজার নামাজে ইমামতি করবেন তার ছেলে হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আরো পড়ুন : মাওলানা জাফরুল্লাহ খানের কর্মময় জীবনী