রহমত ডেস্ক 21 January, 2022 10:56 PM
জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, গ্যাসের দাম না বাড়িয়ে এ খাতের লুটপাট বন্ধ করলে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন হবে না। দীর্ঘদিন করোনায় যখন সাধারণ মানুষ বিপর্যস্ত, মানুষ সাধারণভাবে জীবন যাপন করাই কঠিন হয়ে পড়েছে। আবার এর মধ্যে তেলের দাম বৃদ্ধির সাথে সাথে সবকিছুর দাম বেড়ে জনজীবনকে চরম দুর্বিষহ করে তুলেছে। এর মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব সাধারণ মানুষকে চরম বিপাকে ফেলবে। কতিপয় ব্যবসায়ীর সুবিধার জন্য জনগণের কাঁধে এই বোঝা চাপিয়ে দেওয়ার চক্রান্ত বরদাশত করা হবে না।
আজ (২১ জানুয়ারি) শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, নুরুজ্জামান সরকার, নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, গাজী আলী হায়দার, মো. আবু তাহের, মো. ফজলুল হক মৃধা, এইচএম মোস্তফা জামান ঢালী, ইসমাঈল হোসেন প্রমুখ।