| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন নিয়মিত কুরআন তেলাওয়াত করতে হবে : মুফতি আরশাদ রাহমানী


নিয়মিত কুরআন তেলাওয়াত করতে হবে : মুফতি আরশাদ রাহমানী


রহমত ডেস্ক     21 January, 2022     10:50 PM    


তানযীমুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আরশাদ রাহমানী বলেছেন, বৈশ্বিক মহামারী মরণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রমণের থেকে রক্ষা পেতে দোয়ার বিকল্প নেই। করোনা মহামারী আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমাদের জন্য একটি পরীক্ষা। এ পরীক্ষায় আমরা যেন আল্লাহ তায়ালাকে ভুলে না যাই এজন্য বারবার তার কাছে আমাদের দোয়া করতে হবে। দোয়ার মাধ্যমেই আমরা আল্লাহ তায়ালার পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারবো। আল্লাহ তাআলার সন্তুষ্টি মানব জীবনের মূল উদ্দেশ্য। আমাদেরকে ইবাদতে আরো বেশি মগ্ন হতে হবে এবং নিয়মিত কুরআন তেলাওয়াত করতে হবে। কুরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তর প্রশান্ত থাকে এবং আল্লাহ তায়ালার সঙ্গে সম্পর্ক মজবুত হয়। ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার পরামর্শ দেন তিনি।

আজ (২১ জানুয়ারি) শুক্রবার চট্টগ্রাম শুলকবহর জামিয়া মাদানিয়ায় অনুষ্ঠিত দুইদিনব্যাপী বার্ষিক মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফিলে উপস্থিত ছিলেন, আল জামিয়া পটিয়ার মুহতামিম মুফতি আব্দুল হালিম বুখারী, আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মঈনুল ইসলাম হাটহাজারীর মুহতামিম মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মফিজুল হক মাদানী, মাওলানা এমদাদ উল্লাহ নানুপুরী, মাওলানা নুরুল্লাহ জিরি ,মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী প্রমুখ।