| |
               

মূল পাতা রাজনীতি ইসি গঠনে আইন সরকারের অপকৌশল : বামজোট


ইসি গঠনে আইন সরকারের অপকৌশল : বামজোট


রহমত ডেস্ক     19 January, 2022     09:29 PM    


নির্বাচন কমিশন গঠনে সরকার তড়িঘড়ি করে আইন প্রণয়ন করছে। সার্চ কমিটিকে আইনি পোশাক পরিয়ে নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ সরকারের রাজনৈতিক দুরভিসন্ধিমূলক অপকৌশল বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। বাম নেতারা বলেন, রাজনৈতিক মতৈক্য ছাড়া রকিব ও হুদা মার্কা সরকার অনুগত আর একটি নির্বাচন কমিশন সরকারি দলের রাবার স্টাম্প হিসেবেই ব্যবহৃত হবে। রাজনৈতিক দুর্বুদ্ধি আর দুরভিসন্ধিমূলক অপকৌশল থেকেই ক্রিয়াশীল রাজনৈতিক দল ও অংশীজনদের প্রতিনিধিদের সাথে কোনও আলোচনা ও মতৈক্য ছাড়াই সরকারের পছন্দ অনুযায়ী সার্চ কমিটিকে আইনি পোশাক পরিয়ে আগামী নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।সরকার ও সরকারি দলের এই অপকৌশল নির্বাচন কমিশন ও নির্বাচনকেন্দ্রিক বিদ্যমান সংকটের সমাধান না করে তা আরও ঘনীভূত করবে।

আজ (১৯ জানুয়ারি) বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের নেতারা এসব কথা বলেন। জোটের পক্ষ থেকে বিবৃতি প্রদান করেন জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদের (মার্কসবাদী) সাংগঠনিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মানস নন্দি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশারেফা মিশু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।