রহমত ডেস্ক 18 January, 2022 12:20 PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না। একটি মানুষও গৃহহীন থাকবে না।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসকদের (ডিসি) সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, সেবা নিতে এসে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়। পল্লী উন্নয়নকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ তৈরির জন্য তৃণমূলের মানুষের উন্নয়ন করতে হবে। তাই তৃণমূলে আমরা যেসব প্রকল্প নিয়েছি সেগুলো বাস্তবায়নে আরও মনোযোগী হতে হবে।
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট সংক্রমিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ডিসিদের সজাগ থেকে কাজ করতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
এর আগে ডিসি সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ও মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রমূখ।