| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ১৭৪ মাদরাসাকে টিকা সেন্টার নির্ধারণ হাইয়াতুল উলইয়ার


১৭৪ মাদরাসাকে টিকা সেন্টার নির্ধারণ হাইয়াতুল উলইয়ার


জামিল আহমদ     18 January, 2022     10:55 PM    


বৈশ্বিক মহামারী মরণঘাতী কারোনাভাইরাস সংক্রমণের প্রতিষেধক টিকা দেওয়ার জন্য সারাদেশের কওমি মাদরাসার ১২ থেকে ১৭ এবং তদুর্ধ্ব ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। এই কার্যক্রমের অধীনে সারাদেশে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ৬ বিভাগে ১৭৪টি মাদরাসাকে প্রাথমিকভাবে টিকা সেন্টার হিসাবে নির্বাচন করা হয়েছে। আজ (১৮ জানুয়ারি) মঙ্গলবার বিকালে হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা মুঃ অছিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, আগামী ৩ দিনের মধ্যে স্ব স্ব জেলার টিকা সেন্টারগুলোতে কোন কোন মাদরাসা টিকা প্রদান করবে এবং সে সব মাদরাসার ১২ থেকে ১৭ এবং তদুর্ধ্ব বয়সের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা কত তা জেনে স্ব স্ব র্বোডকে লিখিতভাবে ই-মেইলে জানাতে তালিকায় উল্লিখিত মাদরাসাগুলোর মুহতামিমদেরকে অনুরোধ করেছেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মুহিউস্সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। ১২ থেকে ১৭ বয়সের ছাত্র-ছাত্রীদের সংখ্যা আলাদাভাবে এবং ১৮ ও তদুর্ধ্ব বয়সের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা আলাদাভাবে লিখতে হবে। মাদরাসাগুলোতে পড়াশোনার পরিবেশ সুশৃংখল করতে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পরীক্ষা পরিবেশ ঠিক রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

টিকা সেন্টার হিসেবে মনোনীত মাদরাসাগুলোর তালিকা জানাতে এখানে ক্লিক করুন...