রহমত ডেস্ক 12 January, 2022 10:59 PM
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-নাসিক নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তাকে নির্বাচিত করলে ইশতেহারে থাকা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি উন্নত ও আন্তর্জাতিক মানসম্পন্ন মানবিক শান্তির নগরী হিসেবে সুপ্রতিষ্ঠিত করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বুধবার (১২ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৭ দফা কর্মসূচি সংবলিত ইশতেহার নগরবাসীর উদ্দেশে তুলে ধরেন তিনি। ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, নাসিকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা দ্বীন ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সদস্য সচিব জাহাঙ্গীর কবির, মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ নূর হোসেন, সেক্রেটারি সুলতান মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলনের মহানগরের সভাপতি এম শফিকুল ইসলাম প্রমুখ।
মুফতি মাসুম বিল্লাহর ২৭ দফা কর্মসূচি সংবলিত ইশতেহার : নগরবাসীর জনস্বাস্থ্য সুরক্ষা; নগরবাসীর পানি সরবরাহ ও পানি নিষ্কাশন; বাজার ব্যবস্থা আধুনিকায়ন; রাস্তাঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ; জননিরাপত্তা বিধান; বৃক্ষরোপন, পার্ক, উদ্যান ও বনায়ন কর্মসূচী; শিক্ষা বান্ধব পরিবেশ তৈরী; সাংস্কৃতিক ব্যবস্থার উন্নয়ন; জনকল্যানমূলক কাজ; ফুটপাত সম্প্রসারণ ও হকার পূনবার্সন প্রকল্প; শুধু দুর্নীতি দমন নয়, দুর্নীতি মূলোৎপাটন কর্মসূচি গ্রহণ; নগর উন্নয়ন বিশেষজ্ঞ কমিটি গঠন; শ্রমের মর্যাদা ও শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা; বাসা ভাড়া সহনশীলাবস্থায় আনয়নের জন্য হোল্ডিং ট্যাক্স ৩০% কমানো; ব্যবসায়িক কর্মকাণ্ড গতিশীল ও নিরাপদ রাখার ব্যবস্থা গ্রহণ; হকারদের স্থায়ী বরাদ্দ এবং ছিন্নমূল ও ভ্রাম্যমান হকারদের পরিচয়পত্র প্রদান; পথিক এবং ভ্রাম্যমান মানুষের জন্য নতুন ১০০০ স্যানিটারী টয়লেট নির্মাণ করা; গরীব—দুঃখী অসহায় ব্যক্তিদের জন্য বিশেষ ব্যাংক স্থাপন; ক্ষুদে টোকাইদের পূনর্বাসন কেন্দ্র নির্মাণ; নারী জাতির মর্যাদা সমুন্নত করার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব প্রদান; ওয়ান স্টপ সেবা প্রদান; ‘ইউটিলিটি সার্ভিস’ তথা নাগরিক সুযোগ—সুবিধা নিশ্চিত করণ; প্রতিবন্ধীদের বিশেষ সুযোগ—সুবিধা প্রদান।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা নারায়ণগঞ্জ নারায়নগঞ্জ সদর