মূল পাতা ইসলাম জুমার বয়ান সরকারিভাবে থার্টি ফাস্ট নাইট উদযাপন নিষিদ্ধ করতে হবে
রহমত ডেস্ক 07 January, 2022 04:44 PM
বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন বলেছেন, থার্টি ফাস্ট নাইট উদযাপনে উম্মাদনা, আতশবাজি, বোমা ফাটানোকে কেন্দ্র করে ২০০ স্থানে অগ্নিকান্ড, ভয়ঙ্কর শব্দদূষণে শিশুর মৃত্যু হয়েছে, অসুস্থ, বৃদ্ধ, হার্টের রুগী ও শিশুরা সাস্থ্যঝুঁকিতে পড়েছে তার দায়ভার কে নেবে? ভবিষ্যতে এ ধরনের অনর্থক ও অন্যায় কাজে দেশ ও জনগণের ক্ষতি না হয় তাই আইন করে সরকারীভাবে থার্টি ফাস্ট নাইট উদযাপন নিষিদ্ধ করতে হবে। আতশবাজি, বোমা ফাটানোর বিরুদ্ধে আইন থাকলেও তা প্রয়োগ না থাকায় দেশের জনগণ হতাশ। আজ (৭ জানুয়ারি) শুক্রবার রাজধানীর কামরাঙ্গীরচর রহমতিয়া জামে মসজিদে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন।
মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, থার্টি ফাস্ট নাইট মুসলমানদের উৎসব নয়, এটা বিজাতীয় সংস্কৃতি। ইসলামের দৃষ্টিতে তা সম্পূর্ণ হারাম। হাজার হাজার টাকা অপচয়ের মাধ্যমে এ হারাম উদযাপন না করে শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের সহযোগিতায় ও দেশের কল্যানে এগিয়ে আসলে ভালো হতো না? ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান না মানার কারণে সারাবিশ্বে একের পর এক মহামারী আসছে। আল্লাহর গজব থেকে বাঁচতে সব ধরনের পাপকার্য থেকে বিরত থেকে সকলে মিলে মহান রাব্বুল আলামীনের নিকট খাটি তওবা করা খুবই প্রয়োজন। কোরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলেই সব ধরনের বিপদ-আপদ ও মহামারী দূর হতে পারে।