| |
               

মূল পাতা আন্তর্জাতিক ২০২১ সালে ২১০ কাশ্মীরিকে হত্যা করেছে ভারতীয় সেনারা


ফাইল ছবি

২০২১ সালে ২১০ কাশ্মীরিকে হত্যা করেছে ভারতীয় সেনারা


রহমত ডেস্ক     02 January, 2022     04:58 PM    


ভারতীয় বেআইনিভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে, ভারতীয় সৈন্যরা তাদের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নিরবচ্ছিন্ন কর্মকাণ্ডে ২০২১ সালে পাঁচজন মহিলা এবং পাঁচজন যুবক সহ ২১০ জন নিরীহ কাশ্মীরিকে হত্যা করেছে ভারতীয় সেনারা। ২০১ জনের মধ্যে ৬৫ জন নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকাকালীন কথিত বন্দুকযুদ্ধে মারা যান। গত ৩৩ বছরে ৯৫৯৪৮ কাশ্মীরি ভারতীয় বুলেটের শিকার হয়েছে। শনিবার (১ জানুয়ারি) কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। 

কাশ্মীর মিডিয়া সার্ভিস জানায়, ডিসেম্বর মাসেই সেনাদের গুলিতে ৩১ কাশ্মীরি মারা গেছেন। বছরজুড়ে দুই হাজার ৭১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শান্তিপূর্ণ সমাবেশসহ নানান কর্মসূচিতে নিরাপত্তা বাহিনীর হামলায় আহত হয়েছেন ৪৮৭ জন। আগুন বা বোমায় জম্মু ও কাশ্মীরের ৬৭টি ভবন ধ্বংস হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়। সেনাদের হাতে স্বামীর মৃত্যুর কারণে ১৬ জন নারী বিধবা হয়েছেন এবং ৪৪ শিশু এতিম হয়েছে। গেল বছর কাশ্মীরে ১৩ জন নারী দলগত ধর্ষণেরও শিকার হয়েছেন। এদিকে, নতুন বছরের প্রথমদিনে জম্মু ও কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ, ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীর প্রতিরোধ আন্দোলনের আইকন সৈয়দ আলী গিলানিও তার অব্যাহত গৃহবন্দি অবস্থায় মারা যান। কর্তৃপক্ষ প্রবীণ নেতার পরিবারের সদস্যদের হয়রানি করেছে এবং লোকজনকে তার জানাজা পড়তে দেয়নি। তেহরিক-ই-হুররিয়াত চেয়ারম্যান মুহাম্মদ আশরাফ সেহরাই ভারতীয় পুলিশ হেফাজতে থাকাকালীন মারা যান।  সৈন্যদের দ্বারা হত্যার ফলে ১৬ জন মহিলা বিধবা এবং ৪৪ শিশু এতিম হয়েছে এবং ১৩ জন মহিলা ইউনিফর্ম পরা পুরুষদের দ্বারা শ্লীলতাহানি, লাঞ্ছিত বা অপমানিত হয়েছে। ভারতীয় বাহিনী ৬৭টি আবাসিক বাড়ি ও স্থাপনা ধ্বংস করেছে। বিক্ষোভকারীদের উপর নৃশংস শক্তি প্রয়োগের কারণে ৪৮৭ জন আহত হয়েছে এবং ভারতীয় সেনা ও পুলিশ কর্তৃক বাড়িতে অভিযান এবং ক্র্যাকডাউন অভিযানের সময় হুররিয়াত কর্মী, মানবাধিকার রক্ষাকারী খুরুম পারভেজ, ছাত্র এবং তরুণ ছেলেদের সহ ২৭১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই কালো আইন, জননিরাপত্তা আইন (পিএসএ) এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) অধীনে ছিলেন। ভারতীয় কর্তৃপক্ষ শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে ৪৫ সপ্তাহ ধরে জুমার নামাজ পড়ার অনুমতি দেয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, এপিএইচসি চেয়ারম্যান মাসাররাত আলম বাট, মুহাম্মদ ইয়াসিন মালিক, শাব্বির আহমেদ শাহ, নাঈম আহমেদ খান, আসিয়া আন্দ্রাবি, ফেহমিদা সোফি, নাহিদা নাসরিন, আলতাফ আহমেদ শাহ, আয়াজ মুহাম্মদ আকবর, পীর সাইফুল্লাহ, রাজা মেরাজউদ্দিন কালওয়াল, শহীদ সহ প্রতিরোধ নেতারা। উল ইসলাম এবং ফারুক আহমেদ দার জাল মামলায় দিল্লির তিহার জেলে আটক রয়েছেন। আমির হামজা, মুহাম্মদ ইউসুফ মীর, মুহাম্মদ ইউসুফ ফালাহি, মুহাম্মদ রফিক গানাই, ডক্টর মুহাম্মদ কাসিম ফাখতু, গোলাম কাদির বাট, ডাঃ শফি শরিয়তি, মুজাহিদ সেহরাই, রশিদ সেহরাই সহ হুররিয়াত নেতা, কর্মী এবং যুবক সহ 4000 জনেরও বেশি লোক। জহুর আহমেদ বাট, শওকত হাকিম, আসাদুল্লাহ প্যারে, মেরাজউদ্দিন নন্দা, হায়াত আহমদ বাট, ফিরোজ আহমদ দার, মুহাম্মদ আসলাম ওয়ানি, শহীদ ইউসুফ, শাকিল ইউসুফ, ফিরোজ আহমদ, গোলাম মুহাম্মদ বাট, খুরশীদ আহমদ বাট, জুনায়েদ আহমদ লোন, ব্যবসায়ী, জহুর ওয়াতালি। সাংবাদিক আসিফ সুলতান এবং পিএইচডি ছাত্র আলতাফ আহমেদ খান কালো আইন, পিএসএ এবং ইউএপিএর অধীনে আইআইওজেকে এবং ভারতের বিভিন্ন কারাগারে রয়ে গেছেন।