রহমত ডেস্ক 29 December, 2021 11:17 PM
সপ্তম ধাপে দেশের আরো ১৩৮টি ইউনিয়ন পরিষদ-ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন-ইসি। তফসিল অনুযায়ী এসব ইউনিয়ন পরিষদে আগামী ৭ ফেব্রুয়ারি ভোট নেওয়া হবে।
বুধবার (২৯ ডিসেম্বর) রাত ৯টায় সপ্তম ধাপের এই নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এর আগে, ইসি মোট ছয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। এরই মধ্যে চার ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট হয়ে গেছে। আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে এবং ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে আরও ২১৯টি ইউপিতে ভোট নেওয়া হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১২ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ১৫ জানুয়ারি। এরপর আপিল দায়েরের শেষ তারিখ ১৮ জানুয়ারি, আপিল নিষ্পত্তি হবে ২১ জানুয়ারির মধ্যে। এরপর ২২ জানুয়ারি পর্যন্ত বাছাই ও আপিলে বৈধতা পাওয়া প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। আর ৭ ফেব্রুয়ারি নেওয়া হবে ভোট। সপ্তম ধাপে ২০ জেলার ২৪টি উপজেলার ছয়টি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট নেওয়া হবে। বাকি ইউপিগুলোতে ভোট নেওয়া হবে প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে।