রহমত ডেস্ক 24 December, 2021 11:11 PM
বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, এই সরকার স্বাধীনতার চেতনার কথা বলে। আওয়ামী লীগ মনে করে স্বাধীনতার চেতনা মানে গুম করা, হত্যা করা। এই সরকার যখন স্বাধীনতার চেতনার কথা বলে তখন আমার এই ‘হিপোক্রেসি’ দেখে অনেক রাগ লাগে। স্বাধীনতার চেতনা কি মানুষের নির্যাতন করা? গুম, হত্যা ও খুনের মাধ্যমে ক্ষমতা দখল করা? অনেকেই বলেন আমরা এই সরকারের বিরোধী দল হবো। আমি আপনাদের পরিষ্কার করে বলছি, আমরা আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাব না। এই সরকারের বিরোধী দল হওয়ার ইচ্ছে আমাদের নাই।
শুক্রবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাংলাদেশের প্রত্যাশা, প্রাপ্তি ও আগামী চ্যালেঞ্জ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আলোচনা সভায় অন্যদের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম রব বলেন, প্রধানমন্ত্রী এখন মালদ্বীপে আছেন। আমাদের সম্মান এত বেড়েছে একজন প্রধানমন্ত্রীকে একজন প্রতিমন্ত্রী রিসিভ করেছে। মালদ্বীপের পত্রিকা বলেছে উনার সরকারি সফর দুই দিনের। উনার দুই দিন হলো সরকারি সফর আর বাকি চার দিন উনি সেখানে কী করবেন?
ডাকসুর সাবেক ভিপি ও গণ-অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, বঙ্গবন্ধুর হাতকে যারা শক্তিশালী করেছে তারা এখনো জীবিত আছেন। আজকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে তাদেরকে মর্যাদা দেয়াতো দূরের কথা তাদের নামটাও উচ্চারণ করা হয় না।