রহমত ডেস্ক 24 December, 2021 11:06 PM
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রপতির সংলাপ অন্তঃসারশূন্য ও রাজনৈতিক তামাশা। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনে সকল রাজনৈতিক দল ও সুশীল সমাজকে নিয়ে জাতীয় সংলাপ অনুষ্ঠান জরুরি। দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় সংলাপের প্রধান এজেন্ডা হওয়া উচিত ছিল নির্বাচনকালীন সরকার প্রসঙ্গ। কিন্তু সাজানো ও পাতানো সংলাপের আয়োজন করা হয়েছে, যা সফল হবে না।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন দলীয় কার্যালয়ে দেশব্যাপী পরিবহনে হাফভাড়া কার্যকরের দাবিতে বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রমিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো: মিলনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লেবার পার্টির আন্তর্জাতিক সম্পাদক খন্দকার মিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন ছাত্রমিশন সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম, সহ-সভাপতি নাজমুল ইসলাম মামুন, অর্থসম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত, পাঠাগার সম্পাদক মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ প্রমুখ।
ডা. ইরান বলেন, ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের কারণে শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই। অধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে ছাত্রসমাজ ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র ছাত্র-গণঅভ্যুত্থান, ৭১’র মুক্তিযুদ্ধ ও ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রাখলেও গত ১৫ বছরের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারেনি। তাই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণতন্ত্রকামী সকল ছাত্রসংগঠনকে নিয়ে সর্বদলীয় ছাত্রঐক্য, যুবসংগঠনের সমন্বয়ে যুবঐক্য ও শ্রমিক সংগঠনগুলো সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে পারলে ফ্যাসিবাদী আওয়ামী শাসন থেকে জনগণকে মুক্ত করা সম্ভব হবে। ছাত্রসমাজের ন্যায্য দাবি দেশব্যাপী সকল পরিবহনে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর ও সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।