মূল পাতা আন্তর্জাতিক জার্মানির ২ কূটনীতিক বহিষ্কার করল রুশ সরকার
আন্তর্জাতিক ডেস্ক 21 December, 2021 04:57 PM
রাশিয়ায় নিযুক্ত জার্মানির দুই কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। জার্মানিতে নিযুক্ত রাশিয়ার দুই কূটনীতিককে বার্লিন বহিষ্কার করার পর পাল্টা জবাব হিসেবে এই ব্যবস্থা নিল রুশ সরকার।
মস্কোয় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ডেকে রাশিয়া পরিষ্কার করে বলেছে যে, জার্মানি থেকে তাদের কূটনীতিক বহিষ্কার করার পাল্টা জবাব হিসেবে এই ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল (সোমবার) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জার্মান রাষ্ট্রদূতকে তলব করা হয় এবং তার দেশের দুই কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত জানানো হয়। তবে কখন এসব কূটনীতিককে রাশিয়া ছাড়তে হবে সে সম্পর্কে পরিষ্কার করে কিছু বলা হয় নি।
জার্মানির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, পাল্টা পদক্ষেপ হিসেবে তাদের কূটনীতিক বহিষ্কার করার কথা জানিয়েছে মস্কো। রাশিয়ার এই সিদ্ধান্তে জার্মানি মোটেই আশ্চর্য হয় নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে রাশিয়ার এই পদক্ষেপে দু দেশের সম্পর্কে আবারো অচলাবস্থা দেখা দেবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
বার্লিন থেকে রাশিয়ার দুই কূটনীতিককে বহিষ্কার করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মস্কো এই ব্যবস্থা নিল। ২০১৯ সালে জার্মানির রাজধানী বার্লিনের একটি পার্কে জেলিম খান নামে একজন চেচেন গেরিলাকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে ওই দুই কূটনীতিকের বিরুদ্ধে। এ ব্যাপারে জার্মানির একটি আদালত গত বুধবার রুশ দুই কূটনীতিককে দায়ী করে আদেশ দিয়েছে। তবে রাশিয়া বলেছে, জার্মান আদালতের আদেশ সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
উৎস, পার্সটুডে