| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের আমন্ত্রণ পায়নি বিএনপি


রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের আমন্ত্রণ পায়নি বিএনপি


রহমত ডেস্ক     20 December, 2021     10:25 PM    


নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সংলাপ শুরু হয়েছে। এরই মধ্যে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে এ সংলাপ শেষ হয়েছে। আর আটটি দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের সূচি চূড়ান্ত করা হয়েছে। তবে সংসদের বাইরে সবচেয়ে বড় দল বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ কবে হবে কিংবা আদৌ হবে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সোমবার (২০ ডিসেম্বর) পর্যন্ত সংলাপের কোনো আমন্ত্রণ তারা পাননি। 

তবে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি বিএনপি। আমন্ত্রণপত্র পেলে দলটি সেই সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, ইসি গঠন নিয়ে বিএনপির তেমন আগ্রহ নেই। তারা আগে চায় তত্ত্বাবধায়ক সরকার। পরে ইসি গঠন প্রক্রিয়া।