রহমত ডেস্ক 20 December, 2021 04:12 PM
আফগানিস্তানে মানবিক সহায়তা হিসেবে জরুরি ওষুধ ও খাবার পাঠানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ। রোববার (১৯ ডিসেম্বর) ইসলামাবাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৭তম বিশেষ অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ ঘোষণা দেন।
আফগানিস্তানের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা এবং সংকট নিরসনের উপায় খুঁজে বের করাই ওআইসির এ বৈঠকের উদ্দেশ্য।
বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসির স্থায়ী প্রতিনিধি, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক মহাপরিচালকসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নিয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
বৈঠকে খাদ্য, আশ্রয় এবং সামাজিক পরিষেবার তীব্র ঘাটতির কারণে আফগানিস্তানের বৃহত্তর অংশে অর্থনৈতিক ও মানবিক সংকটের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, শীতকালে আফগানিস্তানের পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
এসময় তিনি জানান, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য আফগানিস্তানের উন্নয়নে বাংলাদেশও অংশিদার হতে চায়।
পররাষ্ট্র সচিব ওআইসি নেতৃবৃন্দকে এ দুঃসময় আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনেও মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।