| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি আমরা যে কারণে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেটা সম্পূর্ণ উপেক্ষিত : জাফরুল্লাহ চৌধুরী


আমরা যে কারণে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেটা সম্পূর্ণ উপেক্ষিত : জাফরুল্লাহ চৌধুরী


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     19 December, 2021     08:56 PM    


আমরা যে কারণে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেটা তো সম্পূর্ণ উপেক্ষিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, আজ এত বড় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের কোথাও আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকীর ছবি দেখতে পেলাম না। তার মানে তারা ইতিহাসকে ঢেকে ফেলতে চাইছে। মুক্তিযুদ্ধে তাদের অবদান অস্বীকার করতে চাইছে। আমরা একবারও সিরাজুল আলম খানের কথা বলি না। সে নীরবে নিভৃতে থাকে। আমরা যে কারণে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেটা তো সম্পূর্ণ উপেক্ষিত। কয়টা স্কুলের বইতে কাদের সিদ্দিকীর কথা, রবের কথা লেখা আছে? আমরা যদি সে ইতিহাস শিক্ষার্থীদের না পড়াই, তাহলে তার প্রভাব পড়বে সর্বত্র।

রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে গণফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ বলেন, সব দায়িত্ব পালন প্রধানমন্ত্রীর একার পক্ষে সম্ভব নয়। মানবাধিকার বা কোথায় কী অন্যায় হচ্ছে, এসব নিয়ন্ত্রণ করতে শেখ রেহানাকেও দায়িত্ব দেওয়া উচিত। শেখ রেহানাকে দায়িত্ব না দিলে আওয়ামী লীগ আমলাদের দল হয়ে যাবে। আমলারা বয়স বাড়িয়ে কমিয়ে মুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছেন। তারাই এখন সব। সব নিয়ন্ত্রণ করা এখন শেখ হাসিনার একার দায়িত্ব নয়। তাদের ধরতে পারার সাহস একমাত্র শেখ রোহানারই আছে। সেই সঙ্গে সরকারের উচিত একটা সুন্দর নির্বাচনী ব্যবস্থা সৃষ্টি করা।

বীরাঙ্গনা শব্দটাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রচলন করেননি মন্তব্য করে তিনি বলেন, শব্দটির প্রচলন করেছিলেন কামরুজ্জামান সাহেব। তখন সময়টা ছিল ২২ ডিসেম্বর। বঙ্গবন্ধু দেশে আসার আগে।

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, আমরা যে জন্য যুদ্ধ করেছিলাম, আমরা যদি কথাই না বলতে পারি, তাহলে এত উন্নয়ন দিয়ে কী হবে?

/জেআর/